বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) ডামা-ডোল আরও আগেই বেজে উঠেছে। বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি তাদের ঘর ইতোমধ্যে গুছিয়েও নিয়েছে। বাকিরাও প্রায় শেষ করে এনেছে দল গোছানোর কাজ। সব দলের আইকনও নির্বাচন হয়ে গেছে। আর আজ (শনিবার) হচ্ছে বিপিএলের প্লেয়ার ড্রাফট। রাজধানীর র্যা ডিসন ব্লু’র গ্র্যান্ড বলরুমে প্লেয়ার ড্রাফট শুরু হবে দুপুর ১২ টায়।
Advertisement
আগামী ২ নভেম্বর শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর। এরই মধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে দলগুলো। সর্বশেষ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সিলেট সিক্সার্স।
এবারের বিপিএলে ৭টি দল অংশ নিচ্ছে। প্রত্যেক দলের হয়ে সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলোয়াড় একাদশে থাকতে পারবেন। সিলেট স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের ম্যাচ দিয়ে বিপিএল মাঠে গড়াবে।
উল্লেখ্য, বিপিএলের পাওনা পরিশোধ করতে না পারায় এবং শর্ত লঙ্ঘন করার কারণে এবার বরিশাল বুলসকে অংশ নেয়ার সুযোগ দেয়নি বিপিএল গভর্নিং কাউন্সিল।
Advertisement
এমআর/এমএস