মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চার দিনেই ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষের জয়কে ঐতিহাসিক বলা হলেও আজ বৃহস্পতিবার স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে প্রতিবেদন দিয়েছে আইসিসি। প্রতিবেদনে মিরপুরের আউটফিল্ডকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করেছেন ওই ম্যাচে দায়িত্ব পালন করা আইসিসির ম্যাচ রেফারি জেফ ক্রো।
Advertisement
আগামী ১৪ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। আইসিসির পিচ ও আউটফিল্ড পরিদর্শন প্রক্রিয়ার ৩ নং ধারা অনুযায়ী এই প্রতিবেদন জমা দেন ক্রো। আগামী ১৪ দিনের মধ্যে বিসিবির দেওয়া প্রতিবেদন খতিয়ে দেখবেন আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট) জিওফ আলারডিস ও রাজন মাদুগালে। আইসিসির পিচ ও আউটফিল্ড পরিদর্শন প্রক্রিয়ার ৪ নং ধারা অনুযায়ী বিষয়টির মীমাংসা হবে।
এ দিকে এ বিষয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
এমআর/জেআইএম
Advertisement