নিজ দলের লোকদের পিটুনিতে আহত বিএনপি কর্মী বেলাল হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়।
Advertisement
নিহত বেলাল উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নে প্রতাপপুর গ্রামের খলিল ভূঁইয়া বাড়ির বাসিন্দা।
নিহতের মেয়ে সুমাইয়া আক্তার বলেন, স্থানীয় আবদুল গফুরের ছেলে বিএনপি কর্মী খুরশীদ আলমের সঙ্গে বেশ কিছুদিন ধরে আমার বাবার বিরোধ চলে আসছিল। ২৪ ফেব্রুয়ারি খুরশিদ, মজল হক, বিপ্লব ও শামছুদ্দিনসহ কয়েকজন বাবাকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার উন্নতি হলে মঙ্গলবার তাকে বাড়ি নিয়ে আসা হয়। পরদিন বুধবার ফের অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক তাকে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। বাবাকে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আমরা থানায় মামলা করবো।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, বিএনপি কর্মী বেলালকে পিটিয়ে আহত করার পর আজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির দায়িত্বে ছিলেন। কি কারণে তাকে পেটানো হয়েছে বিষয়টি আমি বিস্তারিত জানি না। খোঁজ নিয়ে পরে জানানো হবে।
Advertisement
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, নিহত বেলাল দীর্ঘদিন মানসিক সমস্যায় ছিলেন। সোমবার বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে খোরশেদ, বিপ্লব ও শামছুদ্দিন নামের কয়েকজন মারধর করলে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। বুধবার তাকে গ্যাসটিক, ফুসফুসে সমস্যা ও পাইলসের সমস্যার চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/