দেশজুড়ে

ময়মনসিংহে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

ময়মনসিংহের তারাকান্দায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল সরকার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

Advertisement

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেল উপজেলার বিসকা ইউনিয়নের বিসকা মধ্যপাড়া গ্রামের মৃত কাশেম সরকারের ছেলে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, প্রতিবেশী সুরুজ আলীর ছেলে শহীদ মিয়াসহ কয়েকজনের সঙ্গে বিরোধ ছিল রাসেল সরকারের। দুপুরে বাড়ির পাশে একটি গাছের ডাল কাটতে যান তিনি। এতে বাধা দেন শহীদসহ কয়েকজন। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে দুই পক্ষের লোকজন এসে মারামারিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রাসেলকে বেধড়ক মারধর করে দায়ের পেছনের অংশ দিয়ে সজোরে আঘাত করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রাসেল। পরে পরিবার লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় রাসেলকে হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/

Advertisement