জাগো নিউজে গতকাল প্রকাশিত হয়েছিল, ‘বিশ্রাম চাচ্ছেন তামিমও!’ সেখানে জাতীয় দলের নতুন ম্যানেজার ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘তামিমের কাছ থেকে সরাসরি নয় বিভিন্ন মাধ্যম থেকে খবরটা আমার কানেও এসেছে।’
Advertisement
তবে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বসে সাংবাদিকদের কাছে 'তামিমের ছুটি চাওয়ার' বিষয়টি শোনার কথা তিনি পুরোপুরি অস্বীকার করেন।
এ বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, ‘এ বিষয়ে আমরা কেউ কিছু জানি না। আমরা যাদের সিলেক্ট করেছি, তারা সবাই যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আর ওয়ানডে দলটি টেস্টের মধ্যে ঘোষণা করা হবে, তখন বিষয়টি ডিক্লার করা হবে। তবে এমন কোন বিষয় আমি শুনিনি।’
নতুন ম্যানেজার টপঅর্ডারের ব্যাটিং লাইনআপে কোন পরিবর্তন আসবে কি না তা এখনি বলতে পারেননি। তিনি বলেন, ‘এখন এই মুহূর্তে তো বলা ঠিক না। টিমের একটা প্ল্যান আছে। সেটা দক্ষিণ আফ্রিকাতে গিয়েই ঠিক হবে। তখনই বলা যাবে ইমরুল কোথায় খেলবে। তাছাড়া আমদের একটা প্রস্তুতি ম্যাচও আছে।’
Advertisement
নয় বছর আগের বাংলাদেশ দল আর এখনকার বাংলাদেশ দলের পার্থক্য করতে গিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘নয় বছর আগের আর এখনকার মধ্যে অনেক পার্থক্য আছে। দল এখন অনেক অভিজ্ঞ। অনেক ম্যাচ খেলেছে আমাদের দল। খেলোয়াড়দের কাছ থেকেও আমরা কিন্তু অনেক কিছু পেয়েছি। আর আমদের লাস্ট দুই বছরের পারফরম্যান্স ধরে রাখতে পারলে আমরা ভাল করবো।’
টাইগার পেসারদের দক্ষিণ আফ্রিকার পেসারদের সমকক্ষই মনে করেন নান্নু। তার মতে, ‘আমাদের ফাস্ট বোলাররাও কিন্তু বিশ্বমানের। ফলে দক্ষিণ আফ্রিকার বোলারদের চেয়েও আমরা খুব বেশি পিছিয়ে থাকবো না।’
এমএএন/এমআর/জেআইএম
Advertisement