জাতীয়

কৃষি ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে : বিবিসি সংলাপ

২০১৫-১৬ সালের প্রস্তাবিত বাজেটে কৃষি ও শিক্ষা খাতে বরাদ্দ পর্যাপ্ত নয়। এই বরাদ্দ বৃদ্ধি করে অনুমোদন করতে হবে। রোববার ঢাকার টিসিবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বিবিসি বাংলাদেশ সংলাপে’ অনুষ্ঠানে এসব কথা বলেন প্যানেল বক্তারা। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ’র নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান বলেন, কৃষি খাতে বরাদ্দ পর্যাপ্ত হয়নি। এখাতে বরাদ্দ বৃদ্ধি করে কৃষিখাতে দক্ষতা বাড়াতে হবে। একই মন্তব্য করেন প্যানেলভুক্ত আরেক বক্তা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে কৃষিতে বরাদ্দ ‘পর্যাপ্ত’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, কৃষির বরাদ্দই শুধু কৃষিতে ব্যয় হবে এমনটি নয়। পানি উন্নয়ন বোর্ডে বরাদ্দসহ নানা খাতের বরাদ্দ পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। তাই আমি একে পর্যাপ্ত মনে করি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মোহসিন।ওয়ালিউর রহমান মিরাজের প্রযোজনা ও আকবর হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি আয়োজন করে বিবিসি মিডিয়া অ্যাকশন এবং বিবিসি বাংলা। এআর/এসএইচএস

Advertisement