ধর্ম

হজে অংশগ্রহণকারীদের জন্য উপহার ‘কুরআন’

হজে অংশগ্রহণকারীদের জন্য উপহার ‘কুরআন’

পবিত্র নগরী মক্কায় আগত হাজিগণ হলেন আল্লাহর ঘরের মেহমান। আর আল্লাহর মেহমানদের সম্মানিত করতে প্রত্যেক হাজিকে কুরআনের কপি উপহার হিসেবে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ বছর প্রকল্পটি ৫ম বর্ষে পা দেবে।

Advertisement

পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববির ‘গ্রন্থ ও পাণ্ডুলিপি প্রিন্টিং বিভাগ’ এ উদ্যোগ গ্রহণ করেছে। এ বছর হজে আগত সব হাজিদেরকে মসজিদে হারাম থেকে উপহার স্বরূপ কুরআন প্রদান শুরু হবে। ‘গ্রন্থ ও পাণ্ডুলিপি প্রিন্টিং’ বিভাগের পরিচালক শাইখ আলি ইবনে হামেদ আন-নাফেঈ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হজে আগত হাজিদের সেবা প্রদান এবং তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। তাদের সম্মানের প্রতি লক্ষ্য রেখেই এ প্রকল্প চালু করা হয়েছে।

এ বছরসহ ৫ম বারের মতো এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কুরআনের এ কপি বিতরণের ফলে হজে অংশগ্রহণকারী হাজিগণ হজের সফরসহ বিভিণ্ন সময় সঙ্গে থাকা কুরআন থেকে তেলাওয়াত করতে পারেন বলেও জানান তিনি।

Advertisement

পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববির ‘গ্রন্থ ও পাণ্ডুলিপি প্রিন্টিং’-এর পক্ষ থেকে হাজীদের জন্য কুরআনুল কারিমের প্রশিক্ষণ কোর্সেরও আয়োজন করা হবে।

এমএমএস/জেআইএম