আন্তর্জাতিক

ইসরায়েলি টিয়ার গ্যাসে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

ইসরায়েলি সেনাদের নিক্ষেপ করা টিয়ার গ্যাসের শিকার এক ফিলিস্তিনি শিশু শ্বাসকষ্টের সমস্যায় ভুগে মারা গেছে।

Advertisement

প্রায় তিন মাস আগে পশ্চিম তীরে রামাল্লার কাছে ইসরায়েলি দখলদারদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষকালে ১৮ মাস বয়সী ওই শিশু টিয়ার গ্যাস হামলার শিকার হয়।

আল জাজিরাকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওসামা নাজ্জার জানিয়েছে, আবদুর রহমান বারঘৌতি নামে ওই শিশুকে দুই মাস ধরে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

তিনি জানান, পশ্চিম তীরের কাছে রামাল্লায় ওই শিশুদের বাড়িতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে এতেও বাধা দেয় ইসরায়েলি সেনারা।

Advertisement

এদিকে, ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলমান সংঘর্ষে প্রায়ই ফিলিস্তিনিদের বাড়িঘরে টিয়ার গ্যাস ছোড়ে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি মানবাধিকার সংগঠন বি’সেলেমের মতে, গত বছর ইসরায়েলি সেনাদের হাতে অন্তত ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে শিশু রয়েছে ৩১ জন।

অন্যদিকে, ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনালের মতে, চলতি বছরে ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত নয় ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে।

এসআর/জেআইএম

Advertisement