রাজনীতি

মানুষের খোঁজ নিতে সেতুমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঈদে ঘরমুখো মানুষের খোঁজ-খবর দিনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই নির্দেশ তিনি পালন করতে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন। এই তথ্য জানালেন সেতুমন্ত্রী নিজেই।

Advertisement

বললেন, ‘আমাকে তো খোঁজ-খবর নিতে হবে। আর ঈদযাত্রায় মানুষের খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাকে আসতেই হবে, মিডিয়ার গাড়ি না এলেও আমাকে আসতে হবে।’

শনিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সেতুমন্ত্রী এই তথ্য জানান।

এবার ঈদে যাত্রীদের ভোগান্তি অনেক কমে গেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, চালকের অসতর্কতার কারণে রংপুরের পীরগঞ্জে সিমেন্টবাহী ট্রাক উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনা দুঃজনক।

Advertisement

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এটি এখনো আমার দৃষ্টিতে আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এমএইচএম/জেডএ/এমএস