আন্ডারআর্ম কালো হলে অনেকেই অস্বস্ত্বিতে পড়েন। বিভিন্ন কারণে আন্ডারআর্মে কালো দাগ হতে পারে। ফর্সা ও সুন্দর আন্ডারআর্ম চাইলে আপনাকে কিছু টিপস মনে রাখতে হবে। তাহলে কিছুদিনের মাধ্যেই আন্ডারআর্ম হবে দাগমুক্ত-১. গরমে সবারই বগল ঘেমে যাওয়ার সমস্যা আছেই। বগল দীর্ঘ সময় ঘেমে থাকলে কালো দাগ হবেই। তাই চেষ্টা করবেন এমন পোশাক পরতে, যাতে ঘাম জমে না থাকে। ঘাম জমলেই দাগ হবে। ২. বগলে দাগ হওয়ার আরেকটি কারণ হচ্ছে কাপড়ের ঘর্ষণ। খসখসে কাপড় পরিহার করবেন যাদের বগলে এমনিতেই দাগ আছে। ৩. ডিওডোরেন্ট স্প্রে কালো দাগ হওয়ার অন্যতম কারণ। চেষ্টা করুন প্রাকৃতিক ডিওডোরেন্ট ব্যবহার করতে। যেমন বেকিং সোডা ও পানির মিশ্রণ। ৪. অনেকেই পাউডার ব্যবহার করেন। তবে এই কাজটি কখনোই দীর্ঘ সময়ের জন্য করবেন না। এটাও কালো দাগ হবার অন্যতম কারণ। পাউডার ব্যবহার করলে খুব ভালমত পরিষ্কার করুন। ৫. দৈনিক একবার আলুর রস আন্ডারআর্মে লাগিয়ে রাখুন। ২০/২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কালো দাগ দ্রুত চলে যেতে শুরু করবে। ৬. রাতের বেলা ঘুমানোর আগে বগলে পাকা লেবুর রস লাগিয়ে ঘুমান। সকালে ধুয়ে ফেলুন। ৭. মুখের মত বগলও নিয়মিত স্ক্রাবিং করুন এবং গোসলের সব ভালো সাবান বা বডি ওয়াশ ব্যবহার করুন। ৮. ভালো জায়গা থেকে আন্ডারআর্ম ওয়াক্স করান। বাসায় নিজে করলে ভালো ক্রিম ব্যবহার করুন। বগলে শেভ করবেন না। ৯. আপনার মুখে মাখার রঙ ফর্সাকারী ক্রিমটি আন্ডারআর্মে ব্যবহার করতে পারেন। অল্প দাগে ভালো কাজ দেয়। এইচএন/এমএস
Advertisement