আন্তর্জাতিক

রাশিয়ায় বিরোধীদলীয় নেতা গৃহবন্দী

আইন ভঙ্গ করে বিক্ষোভের অভিযোগে রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনিকে ৩০ দিন প্রশাসনিক আটকাদেশের রায় দিয়েছে আদালত। সোমবার সকাল থেকে মস্কোয় নিজ বাড়িতে তাকে গৃহবন্দি করে রাখা হয়। খবর বিবিসির।

Advertisement

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বারবার বিক্ষোভ করছিলেন তিনি। তার ডাকে সাড়া দিয়ে দেশজুড়ে কয়েক হাজার মানুষ রাস্তায় নামেন।

সোমবার রাজধানী মস্কোতে দুর্নীতিবিরোধী মিছিল ও সমাবেশ থেকে বিক্ষোভকারীদের মধ্যে অনেককেই দাঙ্গা পুলিশ আটক করে।

এর আগে সোমবার সকালে মস্কোর একটি আদালত নাভালনিকে তার নিজ বাসায় গৃহবন্দি রাখার নির্দেশ দেন। একই সঙ্গে মামলা নিষ্পত্তির জন্য নাভালনির আইনজীবীর করা আবেদন আদালত খারিজ করে দেন।

Advertisement

৪১ বছর বয়সী এ বিরোধী দলীয় নেতার টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী বছর রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নাভালনির প্রতিদ্বন্দিতা করার সম্ভাবনা আছে। পুতিনের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি।

টিটিএন/এমএস

Advertisement