আন্তর্জাতিক

ইরানে সন্ত্রাসী হামলায় সৌদি জড়িত : আইআরজিসি

ইরানের পার্লামেন্ট ও ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে সন্ত্রাসী হামলার জন্য ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) সৌদি আরবকে দায়ী করেছে।

Advertisement

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয় ‘মার্কিন প্রেসিডেন্ট এবং সৌদি সনাতন চিন্তাধারার নেতাদের মধ্যে বৈঠকের এক সপ্তাহ পর এই সন্ত্রাসী আক্রমণ ঘটল। ইসলামিক স্টেট (আইএস) যে এ হমলার দায় স্বীকার করেছে তাতেই প্রমাণ হয় তারা (সৌদি আরব) এ নৃশংস আক্রমণে সংশ্লিষ্ট’। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। খবর বিবিসি ও ফার্সটুডে।

উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্ট ও ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে বুধবার পৃথক দুই সন্ত্রাসী হামলায় ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় অর্ধশত।

এক বিবৃতিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে বলেছে যে তারাই এর জন্য দায়ী। হামলায় জড়িতরা ছিলেন আইএসে যোগ দেয়া ইরানের নাগরিক।

Advertisement

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেন ইরান থেকেই বন্দুকধারীদের রিক্রুট করেছে কথিত আইএস। হামলাকারীরা ছিলেন আত্মঘাতী বোমারু।

ওই কর্মকর্তারা জানান আরও একটি হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

এমএমজেড/পিআর

Advertisement