জাতীয়

বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

পরিকল্পিত আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

Advertisement

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজউক টাস্ক ফোর্সের মাধ্যমে বনানী এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন রাজউকের পরিচালক ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান।

অভিযানে ৮ নম্বর সড়কের ১০০ নম্বর প্লটে অবস্থিত বহুতল আবাসিক ভবনে পরিচালিত ১১টি বাণিজ্যিক আগামী এক মাসের মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার মুচলেকা নেয়া হয়। এছাড়া ৩ ও ৫ নম্বর সড়কের কয়েকটি ভবনের কার পার্কিংয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অথরাইজড অফিসার আদিলউজ্জামান ও ইমারত পরিদর্শক সাইফুল ইসলাম।

Advertisement

এমএসএস/জেএইচ/বিএ