বিনোদন

জন্মদিনে মৌসুমীর সঙ্গে শুটিংয়ে ওমর সানি

জন্মদিনে মৌসুমীর সঙ্গে শুটিংয়ে ওমর সানি

শোবিজে তারা তারকা দম্পতিদের আইডল। অফুরন্ত ভালোবাসায় মাতিয়ে রেখেছেন সংসারের প্রতিটি পদক্ষেপ। বলছি বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের সাড়া জাগানো নায়ক ওমর সানি ও নায়িকা মৌসুমীর কথা।বুধবার, ৬ মে ওমর সানির জন্মদিন। ১৯৬৮ সালের এ দিনে খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। জীবনের বিশেষ এই দিনটিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে শুটিং ফ্লোরেই কেটে যাচ্ছে নন্দিত এ তারকার ৪৮তম জন্মদিন। মৌসুমী-ওমর সানির ভালবাসার গল্প নিয়ে নির্মাণ হচ্ছে টেলিফিল্ম ‘ভালোবাসার ২০ বছর’। রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউসে ওই টেলিফিল্মের শুটিংয়ে মধুর সময় পার করছেন সানি-মৌসুমী। প্রসঙ্গত, ওমর সানি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘চাঁদের আলো’। মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে ওমর সানি অনেকগুলো ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি উপহার দেন। ‘দোলা’ চলচ্চিত্রে অভিনয় করার সময় ওমর সানি ও মৌসুমীর পরিচয়, পরবর্তীতে তা পরিণয়ে গড়ায়। দুই সন্তান- ছেলে ফারদিন ও মেয়ে ফাইজাকে নিয়ে এই দম্পত্তির সুখের সংসার।ওমর সানির জন্য শুভকামনা। এলএ

Advertisement