রাজনীতি

মে দিবসে রাজধানীতে শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি

মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। সোমববার বেলা পৌনে ১১টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়।

Advertisement

পরে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল ও শান্তিনগর ঘুরে নয়াপল্টনে এসে শেষ হয় র‌্যালি।

এর আগে র‌্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ।

Advertisement

সরেজমিনে দেখা দেখে, রাজধানীর প্রায় প্রতিটি থানা থেকে পৃথক মিছিল নিয়ে সকাল সাড়ে ৯টা থেকেই নয়াপল্টনে জড়ো হয় শ্রমিক দলের নেতা-কর্মীরা।

এদিকে, শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রব্ধা জানানোর ঘোষণা দেন সংগঠনটির নেতারা। শ্রব্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমএম/এএইচ/জেআইএম

Advertisement