বিনোদন

নারীদের চুমু বিতর্কের পর স্ত্রীর মামলা খেলেন উদিত নারায়ণ

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ। সম্প্রতি কনসার্টে নারীদের চুম্বন করে বিতর্কে জড়িয়েছিলেন। সেই বিতর্ক থামতে না থামতেই এবার তিনি নতুন আইনি সংকটে পড়েছেন। তার প্রথম স্ত্রী রঞ্জনা ঝা সম্প্রতি খোরপোশের দাবিতে আদালতে মামলা করেছেন। উদিত নারায়ণের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাকে তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে।

Advertisement

মামলার জেরে গত ২১ ফেব্রুয়ারি বিহারের পারিবারিক আদালতে হাজিরাও দিয়েছেন এই গায়ক।

উদিত নারায়ণের বিরুদ্ধে এর আগেও নারীর প্রতি অবমাননা এবং খোরপোশ সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছিল। বিহারের নারী কমিশনে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। তবে তখনই সেই মামলার নিষ্পত্তি হয়ে যায়। কারণ তখন দুই পক্ষ মীমাংসার পথে হেঁটেছিল।

সেই মামলার সূত্রে জানা যায়, রঞ্জনা ঝাকে প্রতি মাসে ১৫ হাজার রুপি খোরপোশ হিসেবে দেওয়া হতো। ২০২১ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ হাজার। স্ত্রীকে এক খণ্ড জমিও দিয়েছিলেন উদিত নারায়ণ। সঙ্গে দিয়েছিলেন ১ কোটি টাকার একটি বাড়ি এবং ২৫ লাখ টাকার গয়না। সেসব জেনে ও বিবেচনা করে তখন মামলাটির নিষ্পত্তি করেছিল নারী কমিশন।

Advertisement

কিন্তু রঞ্জনা আবার অভিযোগ এনেছেন, উদিত তাকে তার প্রাপ্য সম্পত্তি যথাযথভাবে না দেওয়ার পাশাপাশি জমি বিক্রির ১৮ লাখ রুপিও নিজের কাছে রেখে দিয়েছেন।

রঞ্জনা জানান, শুধু তাই নয়, একবার মুম্বাই যাওয়ার সময় তার পেছনে দুষ্কৃতকারী লেলিয়ে দিয়েছিলেন উদিত।

এদিকে, উদিত নারায়ণ পাল্টা দাবি করেছেন রঞ্জনা ঝা মিথ্যা অভিযোগ করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

এলআইএ/এএসএম

Advertisement