চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে হারে শুরু করার পর এবার বাংলাদেশ একাদশে এসেছে দুইটি পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে গত ম্যাচের একাদশে ছিলেন না অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
Advertisement
মাহমুদউল্লাহ একাদশে ফিরেছেন। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন সৌম্য সরকার। এদিকে পেসার তানজিম হাসান সাকিবের বদলে এসেছেন নাহিদ রানা।
বাংলাদেশ একাদশতানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশডেভন কনওয়ে, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, রাচিন রাবিন্দ্র, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, উইল ও'ররকি, কাইল জেমিসন।
Advertisement
এমএমআর/এএসএম