দেশজুড়ে

রাজশাহীতে মুজিবনগর দিবস পালিত

রাজশাহীতে নানান আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দিনভর নানা কর্মসূচি পালিত হয়। রাজশাহী নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতেও পালিত হয়েছে দিবসটি।

Advertisement

এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। এতে সরকারি বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

এদিকে, এই উপলক্ষে আলাদা কর্মসূচি পালন করেছে নগর ও জেলা আওয়ামী লীগ। সকালে নগর আওয়ামী লীগের কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন  নগর আওয়ামী লীগের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আক্তার রেণী, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ শীর্ষ নেতারা।

Advertisement

এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতারা। পরে এ নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়েরে নেতা-কর্মীরা অংশ নেন। একই কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে জেলা পরিষদ। পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক ড. মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাইমুল হুদা রানা প্রমুখ।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস

Advertisement