সদ্যই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৫ রানের জয়ের মধ্য দিয়েই ১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করেন তিনি। আর এই অবসরকে কেন্দ্র করে হচ্ছে নানা ধরনের বিতর্ক। বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে, এমনটাই দাবি ভক্তদের।
Advertisement
গত ৪ এপ্রিল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস করতে নামার আগেই খবর, আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন মাশরাফি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ নিয়ে বড়সড় এক স্ট্যাটাসও দেন টাইগার অধিনায়ক। যার সারমর্ম ছিল এমন- নবীনদের জায়গা করে দিতেই টি-টোয়েন্টি ছেড়ে দিলেন মাশরাফি।
এরপর লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গার সঙ্গে টস করতে নামলেন মাশরাফি। সেখানেও বাংলাদেশ দলের অধিনায়ক জানিয়ে দিলেন, ‘লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজটাই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ সিরিজ।’
পরের দিন খবর বদলে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানান, টি-টোয়েন্টি নয়, এই ফরম্যাটে নাকি শুধু অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি। বিসিবি সভাপতি বরং বিস্মিত হয়েছেন মাশরাফির টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণায়।
Advertisement
বুধবার কলম্বোর তাজ সমুদ্র হোটেলে সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘মাশরাফি এটা কেন বলেছে, এখনও আমি জানি না। আমাদের সঙ্গে যা কথা হয়েছে, তাতে করে তার টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার কথা নয়। সে অবশ্যই আমাদের বিবেচনায় থাকবে। আমি যতদূর জানি, সে শুধু অধিনায়কত্ব ছেড়ে দিয়েছে। এখন যদি সে ফর্মে থাকে, ফিট থাকে, তাহলে কেন আমরা তাকে খেলাব না। গতকাল সে অস্বাভাবিক ভালো বোলিং করেছে। নিজে থেকে খেলতে না চাইলে সেটা ভিন্ন কথা। তাকে বাদ দেওয়ার তো কোনো সুযোগ নাই।’
শ্রীলঙ্কা সফর শেষ। বাংলাদেশ দল দেশে ফিরেছে শ্রীলঙ্কা থেকে। আজ ঢাকায় পা রেখেছেন মাশরাফি-মুশফিক-তামিমরা। দলের সাথে ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবি বিগ বস।
এবারও একই কথা শোনা গেল পাপনের মুখে- মাশরাফি শুধু অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, টি-টোয়েন্টিকে নয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, মাশরাফি কি তাহলে আবারও টি-টোয়েন্টি খেলছেন? কিন্তু দেশে ফেরার পর মাশরাফি জানিয়ে দেন, টি-টোয়েন্টিতে আর ফিরছেন না। নিজের সিদ্ধান্তেই অটল টাইগার দলপতি।
অবসর নিয়ে মাশরাফি-বিসিবি প্রধানের দুই রকম কথা। এ নিয়ে ক্রিকেট মহলে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। মাশরাফি বলছেন, তিনি ফিরবেন না। অপরদিকে বিসিবি সভাপতির দাবি, দলের প্রয়োজনে ফিরবেন মাশরাফি। তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক চান পাপন।
Advertisement
সাংবাদিকদের বিসিবি প্রধান বলেন, ‘মাশরাফি দলের প্রয়োজনে সবসময় পারফর্ম করেছে। আমরা তাকে যে চিন্তা থেকে অধিনায়কত্ব দিয়েছিলাম সেটা সে দারুণভাবে পালন করেছে। আর একজন খেলোয়াড় অধিনায়কত্ব ছেড়ে দিল মানে এই না যে সে ওই খেলাটাই ছেড়ে দিয়েছে।’
নিজের যুক্তি প্রমাণের জন্য তিনি প্রসঙ্গ টানলেন মুশফিকের। তিনি বলেন, ‘মুশফিক ওয়ানডে আর টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছেড়ে দিল তার মানে তো এই নয় যে ও ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলাটাও বাদ দিয়ে দিয়েছে। আর কোনো দেশে কোনো ক্রিকেটার টি-টোয়েন্টিতে বিদায় নিলে এমন আলোচনা হয় না তবে আমাদের এখানে কেন এত আলোচনা?’
মাশরাফি ক্ষোভ থেকেই অধিনায়কত্ব ছেড়েছেন কিনা? এই প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘মাশরাফির মনে হয় না ক্ষোভ আছে। তবে মনে কষ্ট থাকতে পারে। এতদিন একটা দলে থাকার পর দলটাকে ছেড়ে দেওয়া সত্যিই কষ্ট পাওয়ার মতোই।’
এদিকে দেশে ফেরার পর টি-টোয়েন্টিতে না ফেরার ইঙ্গিত দিয়ে মাশরাফি বলেন, ‘অবশ্যই সবাইকে ধন্যবাদ। তাদের ইতিবাচক দিকগুলোই আমার ক্যারিয়ারকে এতো লম্বা করেছে। আমার খারাপ সময়ের তাদের দোয়া ছিল। আমি মনে করি তাদের দোয়ার কারণেই খেলতে পারছি। আর আমি এখনও তো ওয়ানডে খেলছি ইনশাল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমাকে আবার মাঠে দেখা যাবে। মজা হবে ওইখানেই।’
দীর্ঘ দশ বছরের ক্যারিয়ারে কোনো আক্ষেপ আছে কিনা? জানতে চাইলে নড়াইল এক্সপ্রেসের জবাব, ‘না, কোনো আক্ষেপ তো অবশ্যই নাই। আমি এবং আমার পরিবার গর্বিত যে প্রায় ১০ বছর টি-টোয়েন্টি খেলতে পেরেছি। শুধু আমি না আমার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব যারা আছে সবাই এর জন্য গর্ব অনুভব করে।’
এনইউ/এমএস