রাজনীতি

বাম দলগুলোর নিরুত্তাপ হরতাল চলছে

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার অর্ধদিবস হরতাল মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সরেজমিনে ধানমন্ডি, কলাবাগান, লালবাগ ও আজিমপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নিত্যদিনের মতোই চলছে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও রিকশা।শুধুমাত্র শাহবাগ মোড়ে প্রগতিশীল ছাত্র ফোরামের ব্যানারে স্বল্প সংখ্যক শিক্ষার্থীকে  ব্যানার হাতে হরতালের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। অদূরে একদল পুলিশকে আয়েশি ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে পেট্রল পাম্পগুলোর অধিকাংশই ছিল বন্ধ। স্কুলগুলোতে ছাত্রছাত্রীর উপস্থিতি তুলনামূলক কম। শাহবাগের সামনে অনেক যানবাহন ও স্বল্পসংখ্যক হরতালকারী দেখে একজন মধ্যবয়সী ব্যক্তি বলেন, মানুষের অনুভূতিগুলো কি ভোতা হয়ে গেছে? সরাসরি প্রাত্যাহিক জীবনের সঙ্গে হরতালের বিষয়টি জড়িত থাকার পরও মানুষ মাঠে নামছে না। বামদলের হরতালও শাহবাগ কেন্দ্রিক।এসএসসি পরীক্ষার্থী ও পরীক্ষার সব কাজ এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা, হাসপাতাল-অ্যাম্বুলেন্স, সংবাদপত্র-প্রচারমাধ্যম, জরুরি গ্যাস ও বিদ্যুতের কাজ হরতালের আওতার বাইরে রাখা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা ও গণসংহতি আন্দোলন এই হরতালের ডাক দিয়েছে। দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলবে।এমইউ/এআরএস/আরআইপি

Advertisement