নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির সঙ্গে বৈঠকে অংশ নেয়া নাগরিকদের মতামত কমিশনের কাছে লিপিবদ্ধ আকারে জমা দেয়ার পরামর্শ দিয়েছেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।বুধবার সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে যার সামান্যতম বিরোধ আছে, তাকে নির্বাচন কমিশনে নিয়োগ দেয়া যাবে না। গোলাম সারওয়ার বলেন, অনেকেই কমিশনারদের যোগ্যতা নিয়ে কথা বলছেন। আমি মনে করি, মুক্তিযুদ্ধের চেতনা এবং সাম্প্রদায়িকতার বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন গঠন করা উচিত।বুধবার দুপুরে সার্চ কমিটির সঙ্গে বৈঠকে শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন বিশিষ্ট চার নাগরিক। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে অংশ নেয়া অপর তিনজন হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।গোলাম সারওয়ার বলেন, সার্চ কমিটি নামের যে সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন তাতে আমাদের বিশ্বাস আছে, রাষ্ট্রপতি যাদের নিয়োগ দেবেন তাদের প্রতিও আস্থা থাকবে। সুশীল সমাজের ভূমিকাকে স্বীকৃতি দেয়া হয়েছে বলে সার্চ কমিটিকে ধন্যবাদ জানান তিনি। এএসএস/এইউএ/এমএমজেড/এমএস
Advertisement