দেশজুড়ে

মামলার রায়ে সন্তুষ্ট তারেক সাঈদের গ্রামের মানুষ

নারায়নগঞ্জের আলোচিত সাত খুন মামলার অন্যতম সাজাপ্রাপ্ত আসামি চাকরিচ্যুত র্যাব কর্মকর্তা তারেক সাঈদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দেবত্রি গ্রামে। মামলার রায়ে সারা দেশের মত তার গ্রামের মানুষও সন্তোষ প্রকাশ করেছেন।সোমবার সকালে তারা অধীর আগ্রহে টেলিভিশনের সামনে রায় শোনার জন্য অপেক্ষা করেন। রায় শোনার পর তারা সন্তোষ প্রকাশ করেন। এলাকাবাসী জানিয়েছেন, তারেক সাঈদ কখনোই গ্রামে আসতেন না। ফলে এলাকাবাসীর কাছে তিনি অপরিচিত। নারায়নগঞ্জের ঘটনার পরই লোকজন তাকে চিনতে পারে। তবে তারেক সাঈদের পরিবারের কেউই গ্রামে থাকে না। এমনকি গ্রামের বাড়িতে তাদের কোনো ঘরও নেই।তবে রায়ের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তারেক সাঈদের চাচা (বাবার মামাতো ভাই) মেজর (অব.) আবুল বাশার। হাসান মামুন/এফএ/আরআইপি

Advertisement