প্রতিবেশি দেশগুলোর জন্য অনলাইনে ভারতের ট্রেনের টিকিট কাটার সুবিধা চালু করতে যাচ্ছে নয়াদিল্লি। নতুন এ সেবা চালু হলে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ভূক্ত দেশগুলোও দেশে বসেই অনলাইনে ভারতীয় ট্রেনের টিকিট কাটতে পারবেন। ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে দেশটির দৈনিক নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটির সরকার সার্কভূক্ত দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে; সেই সময় এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ভারতের রেলওয়ে মন্ত্রণালয় প্রথমে এ সেবা বাংলাদেশের সঙ্গে চালু করার বিষয়ে চিন্তা-ভাবনা করছে। এ প্রক্রিয়া চালু করতে প্রাথমিকভাবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনে অনানুষ্ঠানিক আলোচনাও শুরু হয়েছে।ভারতের রেলওয়ে মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বাংলাদেশে অনলাইন টিকিটের প্লাটফর্ম চালু করার একটি প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে; যাতে মানুষ রেল স্টেশনে না গিয়েও ট্রেনের টিকিট বুক দিতে পারে। এ সেবা ভারতে চালু রয়েছে; ঠিক একই ধরনের সেবা চালু করা হবে বাংলাদেশে। এসআইএস/আরআইপি
Advertisement