আন্তর্জাতিক

ছবিতে বিপ্লবী নেতা

কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বিশ্বজুড়ে লাখো ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন। ৯০ বছর বয়সে স্থানীয় সময় শুক্রবার রাতে হাভানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় অর্ধশতাব্দী ধরে কিউবাকে শাসন করেছেন তিনি। ১৯২৬ সালের ১৩ আগস্ট কিউবার পূর্বাঞ্চলীয় বিরান জেলায় স্পেনীয় বংশোদ্ভূত এক অভিবাসী পরিবারে জন্মেছিলেন এই বিপ্লবী নেতা। পুরো নাম ফিদেল আলেজান্দ্রো কাস্ত্রো রুজ হলেও তিনি ফিদেল কাস্ত্রো বা শুধু কাস্ত্রো নামেই পরিচিত। সমর্থকদের কাছে ফিদেল ছিলেন বিপ্লবী চেতনা আর আদর্শের প্রতীক। তার হাত ধরেই নতুন এক কিউবার জন্ম। তবে তার বিরোধীদের কাছে বরাবরই তিনি ছিলেন একজন নিষ্ঠুর স্বৈরশাসক। বিপ্লবীদের কাছে ফিদেল ছিলেন অন্য জীবনের হাতছানি। যারা বিপ্লবকে ধারণ করেন, ফিদেলের আদর্শে নিজেদের তৈরি করতে চান- সেইসব পাঠকের জন্য এই মহান নেতার জীবদ্দশার কিছু ছবি প্রকাশ করা হলো। এক নজরে দেখে নিন সেসব না দেখা মুহূর্ত। টিটিএন/এনএইচ/এমএস

Advertisement