আইন-আদালত

হলমার্কের চেয়ারম্যান জেসমিন কারাগারে

ভুয়া কাগজ দেখিয়ে ঋণ নেয়া ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার জেসমিনকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বংশালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদক সূত্রে জানা গেছে, হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম জনতা ব্যাংক ভবন কর্পোরেট শাখা থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৮৫ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে মতিঝিল থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।জেএ/জেএইচ/আরআইপি

Advertisement