সাপ যেভাবে খোলস পাল্টায় বিএনপিও সেভাবে খোলস পাল্টিয়েছে। কিন্তু বিষদাঁত তাদের এখনো রয়ে গেছে। তাই বিএনপির বিষদাঁত ভেঙে দিতে হবে। তাদের বিষদাঁত ভেঙে দেয়ার এখনই সময়। গীতাঞ্জলী ললিতকলার একাডেমির এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা আজমপুরে ক্ষুদ্র ও কুঠির শিল্প কেন্দ্রের স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, আগেও ষড়যন্ত্র করে আমাদের সংস্কৃতিকে নষ্ট করেছিল। আজও সে চেষ্টাই চালিয়ে যাচ্ছে। তারা দেশে জঙ্গিবাদ রফতানির চেষ্টা করছে। এসময় শিল্পী রফিকুন্নিবী, কবি আসাদ চৌধুরী, সাংস্কুতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারকে গীতাঞ্জলী সম্মাননা পদক প্রদান করা হয়। জেইউ/এএইচ/এমএস
Advertisement