রাজনীতি

আওয়ামী লীগের ২২ সম্পাদকের নাম ঘোষণা

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২২ সম্পাদকের নাম ঘোষণা করেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ঘোষিতদের মধ্যে নতুন মুখ হিসেবে চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র মহিবুল হাসান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক হিসেবে ডা. রোকেয়া ও শামসুন নাহার চাপা শিক্ষা সম্পাদক হিসেবে রয়েছেন। বাকি পদগুলোতে পদোন্নতি রদবদল হয়েছে।আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বন ও পরিবেশ বিষয়ক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং উপ-দফতর বিষয়ক সম্পাদক এই ৭টি সম্পাদকীয় পদ ঘোষণা হয়নি। এছাড়া ২৮টি সদস্যপদ ঘোষণা করা বাকি রয়েছে।২২ সম্পাদকীয় পদের মধ্যে তৃতীয়বার দায়িত্ব পেয়ে হ্যাট্রিক করেছেন অনেকেই। সাংগঠনিক সম্পাদক পদে তৃতীয়বার দায়িত্ব পেয়ে হ্যাট্রিক করেছেন ৬ জন। তারা হলেন- আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী।সাংগঠনিক সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সদ্য সাবেক কমিটির সদস্য একে এম এনামুল হক শামীম। এই পদে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছে চট্টগ্রাম আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র মহিবুল হাসান চৌধুরী।আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ আগের পদে থেকেই হ্যাট্রিক করেছেন।প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ এবং আব্দুস সাত্তার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব পেয়েছেন।সদ্য সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য থেকে পদোন্নতি পেয়ে নব গঠিত কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজিত রায় নন্দী।উপ-দফতর সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হয়েছেন মৃণাল কান্তি দাস ও উপ-প্রচার সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন অসীম কুমার উকিল।ঘোষিত কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে শামসুন্নাহার চাপা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে ডা. রোকেয়া নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন। এর আগে রোববার কাউন্সিল অধিবেশনের শেষ পর্বে শেখ হাসিনা সভাপতি পদে পুনঃনির্বাচিত হওয়ার পর সাধারণ সম্পাদক পদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচিত হন।দুটি পদে আর কোনো নাম প্রস্তাব না আসায় কাউন্সিলের জন্য গঠিত আওয়ামী লীগের নির্বাচন কমিশনের প্রধান ইউসুফ হোসেন হুমায়ুন দুজনকে নির্বাচিত ঘোষণা করেন।## AL announces its 22 secretary’s namesএইউএ/এসআই/এআরএস/পিআর

Advertisement