মুখের কথা ঠিক নেইশিক্ষক : পল্টু, বলতো ৭ আর ৩ মিলে কত হ্য়?পল্টু : স্যার, ৭ আর ৩ মিলে ১১ হ্য়।শিক্ষক : বেয়াদব ৭ আর ৩ মিলে ১০ হ্য়।পল্টু : স্যার, আপনাদের মুখের কথা ঠিক নেই। শিক্ষক : কীভাবে ঠিক নেই?পল্টু : একদিন বলেন, ৫ আর ৫ মিলে ১০ হয়। আর একদিন বলেন, ৬ আর ৪ মিলে ১০ হয়। আর আজ বলেন, ৭ আর ৩ মিলে ১০ হয়।****ভাবির সাথে কথাএকদিন হাবলু হঠাৎ তার ভাবিকে ধরে প্রচুর মারধর করতে লাগল! সবাই অবাক হয়ে হাবলুকে থামালো আর জিজ্ঞেস করল-প্রতিবেশী : তুমি তোমার ভাবিকে মারছ কেন?হাবলু : আমার ভাবি ভালো মহিলা না!প্রতিবেশী : তুমি কীভাবে বুঝলা?হাবলু : আর বইলেন না! আমি আমার যেই বন্ধুকেই ফোনে কথা বলতে দেখে জিজ্ঞেস করি, কার সাথে কথা বলিস? সেই বন্ধুই উত্তর দেয়, তোর ভাবির সাথে!****ডালই পড়ে গেছেস্ত্রী : মেহমান আসতেছে, কিন্তু ঘরে ডাল ছাড়া কিছু নাই, কী করবো এখন?স্বামী : যখন উনি আসবেন, তখন কিচেনে একটা বাসন ফেলে দিবে।স্ত্রী : ফেলে দিলে কী হবে?স্বামী : আমি জিজ্ঞেস করবো, ‘কি হইছে?’ তুমি তখন বলবে কোরমা পড়ে গেছে। স্ত্রী : গেল কোরমা। তারপর?স্বামী : এরপর আরেকটা বাসন ফেলবে। তুমি তখন বলবে, ‘বিরিয়ানি পড়ে গেছে’। তখন আমি বলবো, ‘ঠিক আছে, ডালই নিয়ে আসো’। মেহমান তখন কিছু মনে করবে না। তো মেহমান আসার পর কিচেন থেকে বাসন পড়ার শব্দ আসল-স্বামী : কি হয়েছে? স্ত্রী : ডালই পড়ে গেছে!এসইউ/এমএস
Advertisement