আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বিসিএস প্রস্তুতি- শেষ পর্ব

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অধীনে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা নিয়োগের জন্য অনুষ্ঠিত হয় বিসিএস পরীক্ষা। এর প্রথম ধাপটি হলো ১০০ নম্বরের প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষা। যার প্রশ্নগুলো হয় এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। তাই বিসিএস’র প্রস্তুতি নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-১. প্রশ্ন : লুই আই কান কোন দেশের নাগরিক?উত্তর : যুক্তরাষ্ট্রের নাগরিক।২. প্রশ্ন : জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?উত্তর : হ্যারি পাম ব্লুম।৩. প্রশ্ন : জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে?উত্তর : ১৯৬৫ সালে।৪. প্রশ্ন : জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ কত?উত্তর : ২১৫ একর।৫. প্রশ্ন : জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?উত্তর : ২৮ জানুয়ারি ১৯৮২।৬. প্রশ্ন : জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?উত্তর : ৯ তলা।৭. প্রশ্ন : জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?উত্তর : ১৫৫ ফুট।৮. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কী?উত্তর : শাপলা ফুল।৯. প্রশ্ন : জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?উত্তর : রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।১০. প্রশ্ন : বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?উত্তর : ১৫ ফেব্রুয়ারি ১৯৮২।১১. প্রশ্ন : বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?উত্তর : ৩৫০টি।১২. প্রশ্ন : বাংলাদেশের সংসদের সাধারণ নির্বাচিত আসন সংখ্যা কতটি?উত্তর : ৩০০টি।১৩. প্রশ্ন : সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি?উত্তর : ৫০টি।১৪. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?উত্তর : পঞ্চগড়-১।১৫. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?উত্তর : বান্দরবান।১৬. প্রশ্ন : জাতীয় সংসদের কাস্টিং ভোট বলা হয়?উত্তর : স্পিকারের ভোটকে।১৭. প্রশ্ন : সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন?উত্তর : ৬০ দিন।১৮. প্রশ্ন : সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহ্বান করতে হবে?উত্তর : ৩০ দিন।১৯. প্রশ্ন : সংসদ অধিবেশন কে আহ্বান করেন?উত্তর : রাষ্ট্রপতি।২০. প্রশ্ন : সংসদ অধিবেশনের কোরাম পূর্ণ হয় কতজন সংসদ হলে?উত্তর : ৬০ জন।এসইউ/এবিএস

Advertisement