সাহিত্য

সবাই বই পড়লে দেশ আলোকিত হবে : আবু সায়ীদ

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, সবাই যদি বই পড়ে তাহলে দেশ আলোকিত হবে। আমাদের দেশে বর্তমানে ১৬ কোটি মানুষ আছে। তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জনসম্পদে পরিণত করতে হবে। আর এজন্য বই পড়ার বিকল্প নেই। শুক্রবার খুলনায় বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী উৎসবে তিনি এ কথা বলেন। খুলনার সরকারী করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে নগরীর ৪৫টি বিদ্যালয়ের তিন হাজার শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এর আগে সকালে উৎসবের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।দুই পর্বের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়য়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, বিশিষ্ট অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ, টেলিভিশন ব্যক্তিত্ব জনাব আবদুন নূর তুষার, খুলনা সরকারী করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা আরজুমান, গ্রামীণফোন খুলনা অঞ্চলের লিড ম্যানেজার মো. আহসানুল হক।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ডেপুটি টিম লিডার (প্রোগ্রাম) মেজবাহ উদ্দিন আহমেদ সুমন।এএইচ/আরআই

Advertisement