জাতীয়

দুই বাংলাদেশিকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন অসকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাংলাদেশিকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন অসকার মোরেল। এর আগে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। গণমাধ্যমে তার পরিচয়ও প্রকাশ করেছিল দেশটির পুলিশ। নিউইয়র্কের কুইনসের একটি আদালতে গতকাল মঙ্গলবার ৩৫ বছর বয়সী মোরেলকে হাজির করা হলে তিনি খুনের অভিযোগ অস্বীকার করেছেন। এ সময় তাঁকে বেশ শান্ত দেখাচ্ছিল। আদালতে খুব কম কথা বলতে দেখা গেছে অসকারকে। দুই বাংলাদেশি হত্যার ঘটনায় একটি ভিডিও ফুটেজে হত্যাকাণ্ডের স্থান দেখা গিয়েছিল অসকারকে। তবে তিনি ওই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছেন। নিউইয়র্কের আল ফুরকান মসজিদের বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম ও তার সহযোগীকে হত্যা করায় রোববার স্থানীয় সময় রাত ১১টার দিকে পূর্ব নিউইয়র্কের সেভেন্টি ফাইভ প্রিসিংক্টের ওজোন পার্ক থেকে অসকার মোরেলকে আটক করা হয়।সোমবার পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটককৃত ওই ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিশের ধারণা ওই ব্যক্তি মুসলিমদের প্রতি সহিংস মনোভাব থেকেই ইমাম এবং তার সহযোগীকে হত্যা করেছেন। তিনি মুসলিম ও স্প্যানিশদের মধ্যে বিবাদ তৈরির চেষ্টা করছিলেন।ওই ব্যক্তিকে রোববার রাতে আটক করে পুলিশ।শনিবার বেলা ২টায় জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে নিউইয়র্কের আল ফুরকান জামে মসিজদের ইমাম আলাউদ্দিন আকনজি (৫৫) ও তারা মিয়া নামে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়।রোববার ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ঘাতকের ছবি প্রকাশ করে নিউইয়র্ক সিটি পুলিশ। এ ছাড়া হামলা দৃশ্যের একটি ভিডিওর ফুটেজও প্রকাশ করা হয়। ওই ভিডিও ফুটেজের ওপর ভিত্তি করেই ওসকার মোরেলকে আটক করে পুলিশ। টিটিএন/এবিএস

Advertisement