খেলাধুলা

আশরাফুলের বিপিএল ভাগ্য আইসিসির হাতে

তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ থেকে মুক্ত  আশরাফুল। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলতে পারলেও বিপিএল বা এই ধরণের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে খেলতে পারবে কি না, তা নির্ভর করছে আইসিসির উপর। জাগো নিউজকে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, `আশরাফুল ইস্যুতে আইসিসির কাছে একটা ইমেইল পাঠিয়েছি। আমাদের এখনো বেশ কিছু ব্যাপারে পরিষ্কার হওয়ার আছে। সেগুলোর উত্তর পেলেই বলা যাবে সে কোন কোন টুর্নামেন্ট খেলতে পারবে।` তিনি আরও বলেন, দেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে আশরাফুলের আর কোন বাধা নেই। তবে এখনই তার জাতীয় দলে খেলা হচ্ছে না।  উল্লেখ্য, কেন্টের আন-অফিসিয়াল সানডে ক্রিকেট লিগে খেলে আজ লন্ডন থেকে দেশে ফিরেছেন আশরাফুল।এমআর/এমএস

Advertisement