তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাসপাতাল মোড়ে স্থানীয় উচালিয়াপাড়া ও কুট্টাপাড়া এলাকার লোকজনদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) সংঘর্ষ চলছে বলে জানিয়েছে পুলিশ।সদ্য পদোন্নতি পাওয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুপুরে সরাইল উপজেলার হাসপাতাল মোড়ের সামনে কুট্টাপাড়া ও উচালিয়পাড়া এলাকার কয়েকশ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে সংঘর্ষের প্রকৃত কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখন পর্যন্ত পুলিশ ৯ রাউন্ড টিয়ারগ্যাস ও ২৫ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে।আজিজুল সঞ্চয়/এসএস/এমএস
Advertisement