সারাদিনের হাজারটা কাজ, ধূলাবালি, রোদে পোড়া কেবল মাত্র আপনার মুখের ত্বককেই ক্ষতিগ্রস্ত করে না, সাথে সাথে আপনার হাতের কোমলতাও নষ্ট করে। রূপচর্চা বলতে আমার সব সময় মুখ ও চুলের যত্নকে বুঝি। হাতের সৌন্দর্য ও কোমলতা খুব কমই গুরুত্ব পায় এই ক্ষেত্রে, এছাড়াও হাতের তালু বিভিন্ন কারণে রুক্ষ হয়ে যেতে পারে। সারা দিন ঘরের কাজ, কাপড় ধোয়াতে রাসায়নিক ডিটারজেন্ট ও সাবান ব্যবহারের কারণেও এমনটি হতে পারে। তবে প্রাকৃতিক উপায়ে সহজে ঘরোয়া উপাদান দিয়ে আপনি পারেন আপনার হাতের তালুকে মসৃণ করতে।টমেটোর রসএটা হলো হাতকে কোমল ও মসৃণ রাখার সবচেয়ে সহজ উপায়। টমেটোর রস বের করে তাতে সামান্য লেবুর রস ও গ্লিসারিন মিশিয়ে হাতের তালুতে লাগান। এই মিশ্রণটি আপনার হাতের তালুকে কেবল নরম ও মসৃণই করবে না বরং তালুর কালচে ভাব বা দাগও দূর করতে সাহায্য করবে।অলিভ অয়েল ও চিনিহাতে এক টেবিল চামচ চিনি নিয়ে তাতে কয়েক ফোঁটা অলিভ অয়েল দিন। অলিভ অয়েল হাতকে কোমল করবে এবং চিনি স্ক্র্যাবের কাজ করবে। কিছুক্ষণ হাতে ঘষে ধুয়ে ফেলুন।চিনি ও ক্যাস্টর অয়েলহাতের তালু মসৃণ ও নরম করতে চিনি ও ক্যাস্টর অয়েল বেশ কার্যকর। এর সঙ্গে মেশাতে পারেন কয়েক ফোঁটা লেবুর রস। মিশ্রণটি হাতে কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেলুন। এটি হাতের মৃত কোষ উঠিয়ে তালুকে করবে মসৃণ ও কোমল।গ্লিসারিন ও দুধএকটি পাত্রে ফোটানো দুধ নিয়ে সঙ্গে গ্লিসারিন মেশান। কয়েক ফোঁটা লেবুর রস সঙ্গে দিন। ৩০ মিনিট মিশ্রণটি হাতের তালুতে লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহারে ভালো ফল পাবেন।এইচএন/এমএস
Advertisement