দেশজুড়ে

আমরা জানি কারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে

আমরা জানি কারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা জানি কারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। কারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালায়, কারা চাঁদাবাজি করছে।’

Advertisement

শনিবার (৫ জুলাই) বিকেলে জয়পুরহাটের শহীদ আবুল কাশেম ময়দানে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারাই মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। অনেক রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানকে বলছে এটা নাকি আবেগের আন্দোলন। তাই এটাকে সংবিধানে জায়গা দেওয়ার দরকার নাই।’

মোদিকে কসাই বলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মাঝে মাঝে আমাদের মুসলমান ভাইদের পুশইন না করে খুনি হাসিনাকে ফেরত পাঠালেই হয়। তাকে পাঠিয়ে দিন।’

Advertisement

এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়ক ফিরোজ আলমগীরের সভাপতিত্বে এসময় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যৈষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যৈষ্ঠ যুগ্ম-সদস্যসচিব ডা. তাসলিম জারা উপস্থিত ছিলেন।

আল মামুন/আরএইচ/জেআইএম