টেক জায়ান্ট অ্যাপলের ভারতভিত্তিক উৎপাদন সম্প্রসারণ পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। কারণ, অ্যাপলের আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফক্সকন শত শত চীনা প্রকৌশলী ও কারিগরি কর্মীকে ভারতে তাদের কারখানা থেকে ফিরিয়ে নিচ্ছে।
Advertisement
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ ভারতের বিভিন্ন আইফোন কারখানায় নিযুক্ত অধিকাংশ চীনা কর্মীকে দুই মাস আগে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে ৩০০ জনের বেশি কর্মী ভারত ছেড়ে গেছেন। এখন সেসব কারখানায় তাইওয়ানের সহায়ক কর্মীরা দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন>>
চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে ফেঁসে যাচ্ছে অ্যাপল ট্রাম্পের শুল্কে আইফোনের দাম হতে পারে ২ লাখ ৭৮ হাজার টাকা চীন-যুক্তরাষ্ট্র চুক্তিতে আশাভঙ্গ ভারতের, অধরাই থাকবে ‘বিশ্ব কারখানা’র স্বপ্ন? আইফোন যুক্তরাষ্ট্রে তৈরিতে ট্রাম্পের চাপ থাকলেও বাস্তবায়ন কঠিনএ বিষয়ে এখনো পর্যন্ত অ্যাপল বা ফক্সকনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে, চীনের মৌখিক চাপ ও প্রযুক্তি স্থানান্তর রোধের কৌশল এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। চীনের কর্মকর্তারা চলতি বছরেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রযুক্তি স্থানান্তর ও যন্ত্রপাতি রপ্তানিতে বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছিলেন।
Advertisement
চীনা কর্মীরা দীর্ঘদিন ধরে অ্যাপলের উৎপাদন দক্ষতা ও প্রযুক্তির মূল বাহক হিসেবে কাজ করে আসছেন। ফক্সকনের দক্ষিণ ভারতের কারখানাগুলোতে এখন ভারতীয় কর্মীদের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিলম্বিত হচ্ছে, যার ফলে উৎপাদন খরচ বেড়ে যেতে পারে।
একটি অভ্যন্তরীণ সূত্র ব্লুমবার্গকে বলেছে, চীনা কর্মীরা চলে যাওয়ায় প্রোডাকশনের মানে তেমন প্রভাব না পড়লেও কারখানার উৎপাদন দক্ষতায় বড় প্রভাব পড়বে।
অ্যাপলের লক্ষ্য ছিল, ২০২৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া সিংহভাগ আইফোন চীনের বাইরে, তথা ভারতে তৈরি করা। বর্তমানে ভারতে প্রায় চার কোটি আইফোন উৎপাদিত হয়, যা অ্যাপলের বার্ষিক উৎপাদনের প্রায় ১৫ শতাংশ।
বিশ্লেষকদের মতে, ভারত-চীন প্রযুক্তি প্রতিযোগিতা ও ভূরাজনৈতিক টানাপোড়েন এই কর্মী প্রত্যাহারের বড় কারণ হতে পারে। এতে শুধু অ্যাপলের উৎপাদন পরিকল্পনা নয়, ভারতের বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র হিসেবে আবির্ভাবের স্বপ্নেও আঘাত আসতে পারে।
Advertisement
সূত্র: এনডিটিভিকেএএ/