খেলাধুলা

চলতি বছর বাংলাদেশে আসছে না ভারত, সফর লম্বা সময় স্থগিত

চলতি বছর বাংলাদেশে আসছে না ভারত, সফর লম্বা সময় স্থগিত

গুঞ্জনটা শোনা যাচ্ছিল আগে থেকেই। রাজনৈতিক টানাপোড়েনের কারণে চলতি বছরের আগস্টে বাংলাদেশে পূর্বনির্ধারিত সফরে নাও আসতে পারে ভারত, দেশটির গণমাধ্যমে এমন খবর প্রচার হয়। সেটিই সত্য হলো।

Advertisement

বাংলাদেশ সফর আপাতত স্থগিত করেছে ভারত। তবে বাতিল হয়নি। ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়েছে নতুন সফরসূচি।

চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। এই সিরিজে রয়েছে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি।

তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের বোর্ড আলোচনা করে সিরিজটি পেছানোর ব্যাপারে সম্মত হয়েছে। নতুন সফরসূচির তারিখ এবং ফিকশ্চার পরে জানানো হবে।

Advertisement

এমএমআর/জেআইএম