‘আমি পূর্বপাড়ার কাঞ্চন। একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করবো।’ এভাবেই বলছিলেন শ্রী কাঞ্চন নামে এক হত্যা মামলার প্রধান আসামি। গাইবান্ধার চাঞ্চল্যকর রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।
Advertisement
শুক্রবার (৪ জুলাই) দুপুরে এমন একটি ভিডিও নজরে আসে প্রতিবেদকের। ভিডিওটি শাওন জামান নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। ভিডিওটি শেয়ার করে তিনি দাবি করেন, তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী। কাঞ্চনের হাতে তার পরিবার বারবার হুমকি ও হামলার শিকার হয়েছে।
আইনজীবীর পোস্টে উল্লেখ করা হয়, গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় তাদের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। হুমকিদাতা চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এক নম্বর আসামি কাঞ্চন। তিনি একজন মাদক ব্যবসায়ী বলেও তিনি পোস্টে দাবি করা হয়।
ওই আইনজীবী পোস্টে দাবি করেন, কাঞ্চন একাধিকবার তার বাসায় অস্ত্র নিয়ে হামলা করে। পুলিশকে একাধিকবার জানালেও কার্যকর ব্যবস্থা নেয়নি তারা। সর্বশেষ বুধবার (২ জুলাই) রাতে করা জিডিকে অভিযোগ হিসেবে রেকর্ড করেছে থানা।
Advertisement
আইনজীবী বলেন, এটা কী সেই নতুন বাংলাদেশ? যেখানে হত্যা মামলার আসামি আইনজীবীর পরিবারের ওপর সন্ত্রাস চালায় আর প্রশাসন চুপ থাকে? একইসঙ্গে তিনি দেশবাসীর কাছে পরিবারের নিরাপত্তা কামনা করেন।
সূত্র জানায়, অভিযুক্ত কাঞ্চন শহরের পূর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। তিনি ২০২১ সালের ১১ জুলাই ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি। ওই মামলায় বর্তমানে কাঞ্চন জামিনে রয়েছেন। তিনি দাদন ব্যবসায়ী। দাদন ব্যবসার অর্থের জোরে এরকম প্রভাব দেখান।
হুমকির ঘটনায় আইনজীবীর ভাই আমিনুজ্জামান তুহিন বাদী হয়ে কাঞ্চনকে প্রধান আসামি করে আটজনের নামে গাইবান্ধা সদর থানায় মামলা করেন। মামলায় আরও ১০-১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ওই ঘটনায় বুধবার রাতে প্রাচীর ভাঙচুর ও হুমকি-ধামকির অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Advertisement
আনোয়ার আল শামীম/এমএন/এএসএম