কখনও কি এমন হয়েছে যে, বৃষ্টিভেজা বিকেলে, ঘরে মোমবাতির আবছা আলো, জানালার পাশে আপনি আর আপনার প্রিয়জন, আর চারপাশে ছড়িয়ে আছে একরাশ কোমল সুগন্ধি?
Advertisement
এই জাদুর মতো মুহূর্তটি তৈরি করতে আপনাকে দূরের কোনো দোকানে গিয়ে দামী কোনো মোমবাতি কিনতে হবে না। ঘরেই রোমান্টিক হাতের ছোঁয়ায় আপনি বানিয়ে নিতে পারেন একদম নিজের পছন্দমতো সুগন্ধি মোমবাতি। এমনকি আপনার রান্নাঘরের মসলার তাকে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারেন স্নিগ্ধ কোনো ঘ্রাণ।
তাহলে চলুন জেনে নেওয়া যাক কেমন করে তৈরি করবেন এই সুগন্ধি মোমবাতি-
উপকরণ১. সাধারণ সাদা মোমবাতি২. পছন্দের সুগন্ধি, যেমন- ভ্যানিলা এক্সট্র্যাক্ট, দারুচিনি গুঁড়া, এলাচ, কফি, এসেনশিয়াল অয়েল ইত্যাদি ৩. বেবি অয়েল বা নারিকেল তেল ৪. পুরনো মোমবাতির উইক বা সুতলি ৫. পছন্দমতো আকারের কাঁচের পাত্র৬. রঙিন করতে চাইলে মোমের রঙ
Advertisement
১. পুরনো মোমবাতি গলানো প্রথমে যেকোনো সাদা মোমবাতিকে ছোট ছোট টুকরো করে নিন। একটি পুরনো কড়াই বা পাত্রে দিয়ে হালকা আঁচে ধীরে ধীরে গলতে দিন। মোম গলতে থাকলে মোমবাতির উইক বা সুতাটি তুলে নিন।
২. ঘ্রাণ যোগ করুন মোম গলে গেলে তাতে আপনার পছন্দের সুগন্ধি দিয়ে দিন। এক চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট বা অল্প দারুচিনি গুঁড়া, অথবা সামান্য কফির মিহি গুঁড়া। চাইলে এক চা চামচ নারকেল তেল বা বেবি অয়েলও মেশাতে পারেন। এতে হালকা একটি গন্ধ যোগ হবে এবং মোমবাতি আরও কোমলভাবে জ্বলবে।
এসেনশিয়াল অয়েল থাকলে যোগ করুন। না থাকলেও এই ঘরোয়া উপাদানগুলো দিয়েই চমৎকার ঘ্রাণ পাওয়া যায়।
৩. উইক বসানোপছন্দের ছোট পাত্রে, যেমন কফির কাপ বা ছোট গ্লাস, সোজা করে পুরোনো উইক বা একটি পাঁকানো সুতলি বসিয়ে দিন। সুতাটি নিচে হটগ্লু বা গাম দিয়ে আটকে রাখলে ভালো হয়। সুতলি বা উইক সোজা রাখার জন্য একটি কাঠি ব্যবহার করতে পারেন। সুতলির ওপরের অংশ কাঠিতে পেঁচিয়ে আড়াআড়িভাবে পাত্রের ওপর রেখে দিন।
Advertisement
৪. মোম ঢালাসম্পূর্ণ গলে যাওয়া মোমটি এবার ধীরে ধীরে পাত্রে ঢালার পালা। গরম মোম যেন গায়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখবেন। সেই সঙ্গে দেখবেন মো ঢালতে গিয়ে উইকটি যেন ভেতরে চলে না যায়।
৫. ঠাণ্ডা করা ও কাটাঢালা হয়ে গেলে মোম জমাট বাধার জন্য রেখে দিন কমপক্ষে ২–৩ ঘণ্টা। মোম জমে গেলে উইকটি এক সেন্টিমিটার মতো রেখে আতিরিক্ত অংশটি কেটে ফিলুন।
ব্যস তৈরি হয়ে গেল ঘরে তৈরি সুগন্ধি মোমবাতি।
টিপস্>> ভ্যানিলা বা দারুচিনির মতো প্রাকৃতিক উপাদান গরম মোমে মেশালে তাপমাত্রা অনুযায়ী সক্রিয় হয়ে সুন্দর গন্ধ ছড়ায়।
>> বেবি অয়েল বা নারকেল তেল মোমের গলনাঙ্ক একটু বাড়ায়, ফলে মোমবাতি ধীরে জ্বলে।
>> রোমান্টিক সময় পরিকল্পনা করার জন্য দারুচিনির গন্ধ সন্ধ্যার জন্য একেবারে পারফেক্ট।
>> ভ্যানিলা সুগন্ধি রাতে বই পড়ার সময় মানসিক শান্তি আনে।
>> ছোট ছোট কাচের পাত্রে বানিয়ে প্রিয়জনকে উপহারও দিতে পারেন।
প্রেমের প্রকাশ মানেই দামি উপহার নয়, ভালোবাসা থাকে সেই ছোট ছোট যত্নে। নিজের হাতে বানানো সুগন্ধি মোমবাতি শুধু ঘরকে নয়, সম্পর্ককেও করে তোলে আরও উষ্ণ, আরও সুন্দর। তাই আজই বানিয়ে ফেলুন ভালোবাসার আলোয় মোড়া একটি মোমবাতি।
এএমপি/জেআইএম