খেলাধুলা

বিপিএলে নতুন দল হবে নোয়াখালী?

বিপিএলে নতুন দল হবে নোয়াখালী?

বিভাগ হওয়ার আগে বিভাগীয় শহরের বাইরে বিপিএল খেলেছে কুমিল্লা ও রংপুর। এর বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশাল; এই ৫ বিভাগের নামেই প্রায় প্রতিবার দল হয়েছে। এবার বিভাগীয় শহরের বাইরে আরেক নতুন দল হতে যাচ্ছে নোয়াখালী।

Advertisement

সোমবার দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হয়ে যাওয়া খবর, এবারের বিপিএলে নোয়াখালীর নামে দল হচ্ছে। শোনা যাচ্ছে, ‘নোয়াখালী রয়্যালস’ নামেই নাকি এবারের বিপিএল খেলবে নোয়াখালী। সম্ভাব্য ফিন্যান্সার হিসেবে নোয়াখালীর এক ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশির নামও উল্লেখ করা হয়েছে।

সত্যিই নোয়াখালী আগামী বিপিএলে দল গড়বে? বিসিবিতে কি কোনো আবেদনপত্র জমা পড়েছে? খোঁজ নিয়ে জানা গেলো, বিসিবি এখন পর্যন্ত নতুন দল চেয়ে কোনো বিজ্ঞাপনই দেয়নি। তাই দরপত্র দেওয়ার প্রশ্নই ওঠে না।

আপনারা কি বিপিএলে নতুন দল চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন? বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনামের কাছে এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না। আমরা এখনো নতুন দল চেয়ে কোনো বিজ্ঞপ্তি দেইনি।’ তবে কি নোয়াখালীর দল হওয়ার খবরটি একেবারেই গুঞ্জন? সেটিও নয়। খোঁজ নিয়ে জানা গেছে, এ খবরের সত্যতা আছে। নোয়াখালী নামে এক নতুন দল গড়ার পরিকল্পনা চলছে। বিসিবি নতুন দল চেয়ে বিজ্ঞাপন চাইলে হয়তো নোয়াখালীর নামে দলের আবেদন করা হবে।

Advertisement

এআরবি/এমএমআর/এএসএম