বগুড়ায় নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়। রোববার (৬ জুলাই) সকালে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
Advertisement
তারা হলেন, দুপচাঁচিয়ার শামীম আহম্মেদ ও শহরের সুলতানগঞ্জের তাফসির। তাদের কাছ থেকে ওয়াকিটকি সদৃশ মোবাইল ফোন, ইলেকট্রনিক শক মেশিনসহ প্রতারণার বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, আটকরা পৃথক দুটি ঘটনায় সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায় করছিল।
ভুক্তভোগী মারুফ ইসলাম পুলিশকে জানান, গোদারপাড়া বাজারের একটি বিকাশ দোকানে তিনি পাওনা টাকা আদায়ের চেষ্টা করছিলেন। এ সুযোগে শামীম আহম্মেদ নামের প্রতারক নিজেকে ডিবি পুলিশের প্রধান পরিচয় দিয়ে ফোন করে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তিনি জোর করে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেন। এ অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ ৫ জুলাই ভোরে গোদারপাড়া এলাকা থেকে শামীম আহম্মেদকে আটক করে।
Advertisement
অন্যদিকে মেহেদী হাসান শাওন নামের আরেক ভুক্তভোগীকে মোবাইলে ফোন করে ডিবি পুলিশের রেজা পরিচয়ে চাঁদা দাবি করে প্রতারকরা। তাকে বলা হয়, তার নামে একাধিক মামলা রয়েছে এবং গ্রেফতার এড়াতে ৫০ হাজার টাকা দিতে হবে। একপর্যায়ে সরাসরি টাকা নিতে এলে তাফসিরকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা ৪-৫ জন পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আরও জানান, আটক প্রতারকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্যদের ধরতে অভিযান চলছে।
আরএইচ/জিকেএস
Advertisement