আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৬ জুলাই ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৬ জুলাই ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

মার্কিন-ইসরায়েলি ত্রাণকেন্দ্রে খাবার নিতে গিয়ে নিহত ৭৪৩ ফিলিস্তিনিগাজা উপত্যকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ সহায়তা কেন্দ্র থেকে খাবার সংগ্রহের সময় কমপক্ষে ৭৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘটনায় আরও অন্তত ৪ হাজার ৮৯১ জন আহত হয়েছেন।

ট্রাম্প কীভাবে ‘পাগল তত্ত্ব’ ব্যবহার করে বিশ্বকে বদলানোর চেষ্টা করছেনযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত মাসে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে আক্রমণের পরিকল্পনা করছেন? তিনি বলেছিলেন, ‘আমি এমনটা করতে পারি, আবার না-ও করতে পারি। কেউ জানে না আমি কী করবো।

ট্রাম্পের শুল্কবিরতির মেয়াদ শেষের পথে, বাড়ছে অনিশ্চয়তাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ৯০ দিনের শুল্কবিরতির সময়সীমা শেষ হতে যাচ্ছে আগামী ৯ জুলাই। তারপর কী ঘটবে, তা নিয়ে পরিষ্কার কোনো বার্তা নেই। ফলে বিশ্ব অর্থনীতি রয়েছে এক চরম অনিশ্চয়তার মুখে।

Advertisement

নিউইয়র্কে মামদানির জয়ে অখুশি কেন মোদী সমর্থকরা?যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটি মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ের পর ভারতীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে এই পদে তার অভাবনীয় অগ্রযাত্রা যেমন প্রশংসিত হচ্ছে, তেমনই তাকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের হিন্দুত্ববাদী মহল এবং মোদী-সমর্থক প্রবাসীদের মধ্যে।

মার্কিন হামলার পর প্রথম প্রকাশ্যে এলেন খামেনিপারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তিনি তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

লাখ লাখ আফগান শরণার্থীকে বের করে দিচ্ছে ইরানইরানে বসবাসকারী লাখ লাখ আফগান অভিবাসী ও শরণার্থীকে দেশ ছাড়তে শেষবারের মতো নির্দেশ দিয়েছে দেশটির সরকার। স্বেচ্ছায় ইরান ত্যাগের জন্য নির্ধারিত সময়সীমার শেষ দিন রোববার (৬ জুলাই)। এরপর থেকে ‘অবৈধভাবে অবস্থানরত’ আফগানদের গ্রেফতার করে দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

পাকিস্তানে আবাসিক ভবন ধস, নিহত বেড়ে ২৭পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। রোববার (৬ জুলাই) উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ পরিষ্কারের শেষ পর্যায়ে পৌঁছেছে।

Advertisement

টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৫০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযানযুক্তরাষ্ট্রের টেক্সাসের কেন্দ্রীয় অঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৫ শিশু রয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্কমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রধান নির্বাচনী অর্থদাতা ও ধনকুবের ইলন মাস্কের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও গভীর হলো। কারণ ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। দলটির নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’।

বাণিজ্য আলোচনা/ যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সহজে আপস’ করবে না জাপানমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন বলে সতর্ক করেছেন। এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনায় তিনি সহজে আপস করবেন না।

ট্রাম্পের সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে: জেলেনস্কিইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক ফোনালাপটি সবচেয়ে ভালো ও ফলপ্রসূ হয়েছে।

কেএএ/জিকেএস