দেশজুড়ে

এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

Advertisement

তারা হলেন উখিয়ার ৭ নম্বর ওয়ার্ড ছোট হাবিবপাড়ার বাদশা মিয়ার ছেলে মো. মনির (৩২) ও একই উপজেলার ৮ নম্বর ওয়ার্ড মাদারবনিয়া গ্রামের রশিদ আহমদের ছেলে মঞ্জুর আলম (২৮)।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এক লাখ পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। আটক করা হয় দুই মাদক কারবারিকে।

Advertisement

উদ্ধার আলামতসহ আটক মাদক কারবারিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

জাহাঙ্গীর আলম/এসআর/জিকেএস