জাতীয়

ভাটারায় নারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা

ভাটারায় নারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা

রাজধানীর ভাটারা থানার খিলবাড়ির টেকের একটি বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

Advertisement

রোববার (৬ জুলাই) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন জানান, আমরা খবর পেয়ে খিলবাড়ির টেকের ৬২০ নম্বর বাসার চারতলার ড্রয়িংরুম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি গত ৪ জুন রাত ৯টার দিকে ওই বাসায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেওয়া হয়। বাসার মালিক পাপ্পানা জানান, ৫ জুলাই সকালের দিকে তিনি ওই ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে গিয়ে ফ্লোরে ওই নারীকে শোয়ানো অবস্থায় দেখতে পান। আমাদের খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি।

Advertisement

এসআই সাজ্জাদ আরও জানান, আমাদের ধারণা বালিশচাপা দিয়ে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে সন্দেহভাজন পালিয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে ঘাতককে গ্রেফতারের চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কাজী আল-আমিন/এএমএ/জিকেএস