প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লিওনেল মেসির সাবেক ক্লাব। সাবেকের মুখোমুখি হয়ে যেন বহুদিন পর এক্স-গার্লফ্রেন্ডকে দেখার মতোই দুঃখ পেলেন আর্জেন্টাইন খুদেরাজ। ক্লাব বিশ্বকাপে মেসির বর্তমান দল ইন্টার মিয়ামিকে ৪-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো পিএসজি।
Advertisement
ইন্টার মিয়ামির এই করুণ হারের পর অনেকেই মেসিকে নিয়ে সমালোচনা করছেন। কেউ কেউ এক লাইন বাড়িয়ে বলে ফেলছেন, মেসি তার সেরা সময় পার হয়ে এসেছেন। এখন আর তিনি সেই মেসি নেই।
তবে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচ এমন কথার সঙ্গে একমত নন। ফরাসি সংবাদমাধ্যম 'ফুট মার্কাটো'কে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ এই হারের জন্য মেসির সতীর্থদের দায়ী করেছেন।
ইব্রা বলেন, ‘মেসির পরাজয়? না, না, এটা ওর পরাজয় নয়, ওর দোষে হয়নি! হেরেছে ইন্টার মিয়ামি, মেসি না! তুমি কি দলটা দেখেছো? মেসি খেলছে মূর্তির সঙ্গে, সতীর্থ নয়! যদি ও প্যারিস, ম্যানচেস্টার বা কোনো বড় দলে খেলতো; তাহলে দেখতে আসল সিংহ কাকে বলে।’
Advertisement
‘মেসি এখনও খেলে, কারণ ও খেলাটা ভালোবাসে। আজও সে এমন কিছু করতে পারে, যা ৯৯ শতাংশ খেলোয়াড় পারবে না! কিন্তু সে চারপাশে এমন খেলোয়াড় নিয়ে ঘেরা, যেন তারা সিমেন্টের ব্যাগ বয়ে বেড়াচ্ছে!’
ইব্রাহিমোভিচ মনে করেন, যারা মেসিকে দোষ দিচ্ছেন তারা ভুল করছেন। ইন্টার মিয়ামি দলের সমালোচনা করে তিনি বলেন, ‘ওখানে না আছে ভালো কোচ, না আছে তারকা। এমনকি এমন খেলোয়াড়ও নেই যারা বুঝে বল ছাড়া কিভাবে মুভ করতে হয়! তুমি মেসিকে দোষ দিচ্ছো? যখন ও রোনালদো, এমবাপে, হালান্ড, জ্লাতানের সঙ্গে খেলবে; তখন কথা বলো! আজ? না, না, না, না, না।’
সাবেক সুইডিশ তারকার মতে, মেসির এখনও শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য আছে, তবে তার দরকার একটি যোগ্য দল। ইব্রা বলেন, ‘যদি তাকে একটা ভালো দল দাও, তাহলে সে ফের স্টেডিয়ামে আগুন লাগিয়ে দেবে! কারণ, খুব সহজভাবে বললে, মেসি এখনও মেসিই। এটা মেসির পরাজয় নয়, এটা ইন্টার মিয়ামি এবং ফুটবলের পরাজয়।’
এমএমআর/এমএস
Advertisement