জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
Advertisement
এছাড়া সেক্রেটারি মনোনীত হয়েছেন আব্দুল আলিম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ। তারা যথাক্রমে ভূমি ও আইন প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুনমানিকগঞ্জে থানা থেকে আওয়ামী লীগের নেতাদের ছিনিয়ে নিতে হট্টগোল মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টাসোমবার (৭ জুলাই) জবি ছাত্রশিবিরের সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন। এছাড়া সদস্যদের পরামর্শে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের একাধিক সদস্য নিশ্চিত করেছেন।
Advertisement
টিএইচকিউ/কেএসআর