আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ জুলাই ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ জুলাই ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

ট্রাম্পের চড়া শুল্ক কার্যকরের সময়সীমা বাড়লো ১ আগস্ট পর্যন্তযুক্তরাষ্ট্র খুব শিগগির কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে এবং আগামী ৯ জুলাইয়ের মধ্যে অন্যান্য দেশকে নতুন শুল্কহার জানিয়ে দেওয়া হবে। এসব শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। রোববার (৬ জুলাই) এসব কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অগ্রগতি ছাড়াই শেষ ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের আলোচনাকোনো ধরনের অগ্রগতি ছাড়াই ইসরায়েল ও হামাসের মধ্যকার সর্বশেষ পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছেন আলোচনা সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা। রোববার (৬ জুলাই) কাতারের দোহায় দুটি আলাদা ভবনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘চলতি সপ্তাহে ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা আছে’মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। এদিকে রোববার গাজা উপত্যকায় আরও কমপক্ষে ৮২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে দখলদার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।

Advertisement

মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে কী বলছেন ট্রাম্প?এক সময় বেশ ঘনিষ্ঠ থাকলেও এখন তাদের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্কের মধ্যে বোঝাপড়াটা আর আগের মতো নেই। এর মধ্যেই ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি এই দলের নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’।

মিয়ানমারে বিদ্রোহীদের সংঘর্ষে ভারতে শরণার্থীর ঢলমিয়ানমারে প্রতিদ্বন্দ্বী দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে হাজার হাজার শরণার্থী পালিয়ে ভারতে প্রবেশ করেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে এরই মধ্যে অন্তত চার হাজার মিয়ানমার নাগরিক আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

পাকিস্তানে ভারী বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭২পাকিস্তানে গত ১০ দিনের ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) ও স্থানীয় কর্মকর্তারা।

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৮, নিখোঁজ ৭৮যুক্তরাজ্যের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। স্থানীয় সময় শুক্রবার আকস্মিক বন্যা আঘাত হানার পর থেকে এখনো নিখোঁজ রয়েছে আরও ৪১ জন। খবর বিবিসি, এএফপি।

Advertisement

টেক্সাসের বন্যা এত প্রাণঘাতী হলো কীভাবে?যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। গত ৪ জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি কাটাতে যাওয়া পর্যটক ও ক্যাম্পারদের অনেকে এই বন্যার কবলে পড়েন। নিখোঁজদের মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন ক্যাম্প ‘ক্যাম্প মিস্টিক’-এর বহু শিশু শিক্ষার্থী।

ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলইসরায়েলের যুদ্ধবিমান ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ, রাস ইসা ও সাইফ বন্দরসহ তিনটি ইয়েমেনি বন্দরে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার শিকার হয়েছে রাস কান্টিব বিদ্যুৎকেন্দ্র এবং একটি জাহাজও।জাহাজটি দুই বছর আগে ছিনতাই হয়েছিল।

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১কেনিয়ার রাজধানী নাইরোবিতে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে ও জলকামান ব্যবহার করেছে। সোমবার (৭ জুলাই) ‘সাবা সাবা’ নামে পরিচিত বিক্ষোভ কর্মসূচিতে এই ঘটনা ঘটে।

মীর জাফরের বিশ্বাসঘাতকতা নিয়ে কী বলেন তার বংশধররা?মুর্শিদাবাদ শহরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র হাজার দুয়ারী আর ইমামবাড়া থেকে কিছুটা এগিয়ে গেলে রাস্তার পাশেই একটা ভগ্নপ্রায় সিংহদরজা। লাল ইট বেরিয়ে এসেছে, কোথাও ভেঙ্গেও পড়েছে। এই দরজা পেরিয়ে ভেতরে ঢুকলেই কেমন যেন গা ছম ছম করে ওঠে – বিশেষ করে একটা পুরোনো নীল রঙের বোর্ডে চোখ পড়লে মনে হয় যেন টাইম মেশিনে চেপে পিছিয়ে গিয়েছি ২৬৮ বছর আগে।

কেএএ/এএসএম