বিনোদন

‘আমার ভাইকে মেরে ফেলল’, অভিযোগ অভিনেত্রী মাহির

‘আমার ভাইকে মেরে ফেলল’, অভিযোগ অভিনেত্রী মাহির

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। তার কাজিন আবু শাহেদ রাসেল মারা গেছেন। অভিনেত্রী অভিযোগ করেছেন, তার ভাইকে মেরে ফেলা হয়েছে। আজ (৩০ জুন) সোমবার নিজের ফেসবুক পেজে কাজিনের আইডি কার্ড প্রকাশ করে মাহি লিখেছেন, ‘আমার ভাইটা চলে গেল।’

Advertisement

এরপর হৃদয় ভাঙার ইমুজি দিয়ে অভিনেত্রী লেখেন, ‘ওকে মেরে ফেলল। আর আমরা কিছুই করতে পারলাম না।’

এ বিষয়ে গণমাধ্যমে মাহি বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, শনিবার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার কাজিন আবু শাহেদ রাসেল। কুমিল্লার ময়নামতি ক্রস করার পর দুর্ঘটনাটি ঘটে। রাত ১২ টা ১৫ মিনিটের দিকে ওর গাড়িকে বড় একটি গাড়ি ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। অনেক পানি ছিল। মূল রাস্তা থেকে পুকুরটা দেখাও যাচ্ছিল না। পাশাপাশি দুর্ঘটনার সময় আর কোনো গাড়িও ছিল না সেখানে।

‘একটা বাইক ছিল। ওই বাইক আরোহীরা ওকে দেখেন। ওনারাই নিকটস্থ হাসপাতালে নেনে। ওই হাসপাতালে না রাখলে পাশের আরেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক ঘণ্টার মতো বেঁচে ছিল আমার কাজিন’- যোগ করেন মাহি।

Advertisement

যেহেতু শাহেদকে মেরে ফেলা হয়েছে সেহেতু আইনি পদক্ষেপ নিতে চাচ্ছেন কি না জানতে চাইলে মাহি বলেন, ‘কোন গাড়ি ধাক্কা দিয়েছে জানি না। পেছনে থেকে ধাক্কা দিয়ে চলে গেছে। কোন গাড়ি, কী গাড়ি কিছুই জানা নেই। তাছাড়া গতকাল রোবরাব রাতে সাড়ে নয়টার দিকে দাফন হয়েছে। আইনি পদক্ষেপ নিতে হলে লাশের পোস্ট মর্টেম প্রয়োজন হয়। আমরা চাইনি কোনো কাটাছেড়া করা হোক।’

কাজিন শাহেদের সঙ্গে ছিল মাহির বাগদত্তা সাদাত শাফি নাবিলের ভিজিটিং কার্ড ছিল। উদ্ধারকারীরা ওই কার্ড থেকে নাম্বার নিয়ে শাফির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে শাহেদের মৃত্যু সংবাদ দেন।

এমআই/এলআইএ/এএসএম

Advertisement