আন্তর্জাতিক

তুরস্কের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

তুরস্কের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলের দ্বিতীয় দিনে চারটি গ্রাম ও দুটি পাড়া খালি করে ফেলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Advertisement

তুরস্কের বন মন্ত্রী ইব্রাহিম ইউমাকলি সোমবার জানান, ইজমিরের কুয়ুজাক ও দোগানবে এলাকায় ৪০-৫০ কিমি গতির বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়েছে।

তিনি জানান, হেলিকপ্টার, আগুন নির্বাপক বিমান, ট্রাকসহ বিভিন্ন যানবাহন এবং এক হাজারেরও বেশি কর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন।

ইজমির আদনান মেন্দেরেস বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম।

Advertisement

সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মাঝামাঝি রোববার প্রথম আগুন ছড়িয়ে পড়ে। গভর্নর সুলেইমান এলবান জানান, বাতাসের গতি ঘণ্টায় ১১৭ কিমি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এরই মধ্যে সেফেরিহিসারের পাঁচটি পাড়া খালি করা হয়েছে, কারণ আগুন বসতিপূর্ণ এলাকায় পৌঁছে গেছে।

উরকমেজ গ্রামের বাসিন্দারা নিজেদের ঘর বাঁচাতে গাছ কেটে আগুন-নিরোধক ফাঁকা স্থান তৈরি করছেন, এমনটাই জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ইজমির শহর থেকে মাত্র ১৩ কিমি দূরে গাজিএমির এলাকার একটি ল্যান্ডফিলে পৃথক আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বনাঞ্চলে এবং ওটোকেন্ট শিল্প এলাকায়, যেখানে বহু গাড়ির শোরুম রয়েছে।

Advertisement

তুরস্কের উপকূলীয় অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে দাবানলের ঘটনা বেড়েছে। বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধি ও খরার কারণে দাবানল আরও প্রবল হচ্ছে। গত বছরও ইজমিরের এই এলাকায় বড় আকারের দাবানল দেখা গিয়েছিল।

সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, তবে প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রা চ্যালেঞ্জ বাড়িয়ে তুলছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম