বিনোদন

বক্স অফিস কাঁপাচ্ছেন ব্র্যাড পিট

বক্স অফিস কাঁপাচ্ছেন ব্র্যাড পিট

অনেকদিন পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়ে চমক দেখাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট। তার অভিনীত রেসিং ঘরানার নতুন সিনেমা ‘এফ১’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলেছে ছবিটি। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি আয় করেছে ১৪৪ মিলিয়ন মার্কিন ডলার। তার মধ্যে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৮৮.৪ মিলিয়ন ডলার।

Advertisement

পরিচালক জোসেফ কোসিনস্কি পরিচালিত ও প্রযোজক জেরি ব্রাকহেইমার এবং ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিলটনের সহ-প্রযোজনায় নির্মিত ছবিটির গল্প ঘুরে বেড়ায় এক অবসরপ্রাপ্ত রেসিং চালককে ঘিরে। যিনি নতুন এক তরুণ চালককে প্রশিক্ষণ দিতে ফিরে আসেন ট্র্যাকে। ছবিতে তরুণ চালকের চরিত্রে অভিনয় করেছেন ড্যামসন ইদ্রিস। আর অবসরপ্রাপ্ত রেসিং চালক চরিত্রে দেখা যাবে ব্র্যাড পিটকে।

যুক্তরাষ্ট্র ও কানাডা বাদে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি আয় হয়েছে যুক্তরাজ্য। সেখানে ৯.২ মিলিয়ন ডলার আয় করেছেন সিনেমাটি। এছাড়া চীনে ৯ মিলিয়ন ও মেক্সিকোতে ৬.৭ মিলিয়ন ডলার ঘরে তুলেছে ছবিটি।

‘এফ১’ সিনেমাটি অ্যাপল কোম্পানির জন্য একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। অতীতে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘ন্যাপোলিয়ন’ কিংবা ‘আর্গাইল’-এর মতো সিনেমাগুলো বক্স অফিসে আশানুরূপ ফল না পেলেও এই সিনেমা ইতিমধ্যেই তাদের সবচেয়ে সফল চলচ্চিত্র হতে চলেছে। যদিও নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৫০ মিলিয়ন ডলার, তবুও ইতিবাচক পর্যালোচনা ও দর্শকদের প্রশংসায় ছবিটি আরও ভালো আয় করতে পারবে বলে ধারণা বিশ্লেষকদের।

Advertisement

ছবিটির চিত্রগ্রহণে ব্যবহৃত হয়েছে আইম্যাক্স ক্যামেরা, যার মাধ্যমে উচ্চগতির রেসিং দৃশ্যগুলো দর্শকদের আরও বাস্তবসম্মত অভিজ্ঞতা দিয়েছে।

অ্যাপলের বিশ্বব্যাপী ভিডিও বিভাগের প্রধান জ্যাক ভ্যান অ্যামবার্গ বলেন, ‘উদ্দীপনাময় রেসিংয়ের সঙ্গে মানবিক গল্পের দারুণ মিশেল এ ছবিতে দর্শকদের মুগ্ধ করেছে। এটি এক অনন্য চলচ্চিত্র অভিজ্ঞতা।’

ব্র্যাড পিটের এই সিনেমা বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করে নিয়েছে। আর বক্স অফিস বলছে ছবিটির সাফল্যের যাত্রা দীর্ঘ হবে।

এলআইএ/জেআইএম

Advertisement